মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২


রাতের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আজ রাতের মধ্যে দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে অন্য একটি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫