শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১


শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শাহবাগে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫৫)। তিনি ফুল ব্যবসায়ী।

আজ (বৃহস্পতিবার) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়।তিনি বর্তমানে হাজারীবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছেলে অনিক বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। আজ ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটর সাইকেল চালিয়ে তিনি ফুল আনতে যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৭ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৩:৪৩ বিকেল
মাগরিব ০৫:২২ সন্ধ্যা
এশা ০৬:৪০ রাত

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪