শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


আয়ানের মৃত্যু: ইউনাইটেডের দুই চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ জানুয়ারী ২০২৪, ১৮:০৯

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ডিএমপির বাড্ডা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মৃত শিশুর বাবা মো.শামীম আহামেদ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডার থানায় অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী বলেন, শিশু আয়ানের বাবা মো.শামীম আহামেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার ও পরিচালককে আসামি করা হয়েছে। তবে আসামিদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, সুন্নাতে খতনা করাতে গত ৩১ ডিসেম্বর বাড্ডা মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানকে ভর্তি করায় পরিবার। সেখানে তাকে অস্ত্রোপচার পূর্ববর্তী এনেসথেসিয়া দেওয়ার পর টানা তিনদিন জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে মারা যায় শিশুটি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪