বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১


অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, পুড়ল বাসে থাকা অর্ধশতাধিক ছাগল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৬

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চলন্ত দুই বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনে পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পুড়ে যাওয়া বাসে মারা যাওয়া ছাগলগুলোর বিষয়ে জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালকের পাশের সিট থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছনে থেকে এক পুরুষ ও এক নারী এবং শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আজ বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পথচারী রফিক নামে এক ব্যক্তি বলেন, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো অগ্নিকাণ্ডের শিকারে দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

# মির্জা সাইমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:২৯ সন্ধ্যা
এশা ০৬:৪৬ রাত

বৃহঃস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫