বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


সীমান্ত স্কয়ারে মাত্র আট মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে ধরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ জানুয়ারী ২০২৫, ১৪:২৮

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রাজধানীর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সে’ স্বর্ণচুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদেরকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

চোরচক্রটি চাদরের আড়ালে বসে দোকানের শাটার কেটে থেকে মাত্র ৮ মিনিটে ১৫৯ ভরির বেশি স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। চুরির পর একজন কক্সবাজার আরেকজন কুমিল্লা চলে যান। তবে শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন-মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, মাত্র আট মিনিটের মধ্যে অভিনব কায়দায় দোকানের শাটার কেটে স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায়। দোকানটির সামনে দাঁড়িয়ে একজন চাদর খুলে নাড়াচাড়া করতে থাকেন। অপরদিকে চাদরের আড়ালে আরেকজন দ্রুত তালা কেটে শাটার কেটে দোকানে প্রবেশ করেন। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসেন। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

তিনি জানান, শোরুমের পাওয়া ফুটেজ যাচাই করে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর প্রেক্ষিতে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে রুবেল (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শফিক ওরফে সোহেল নামে আরেকজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে সাদ্দাম নামে আরেকজনকে গ্রেফতার করে ডিবি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার এবং ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গত শুক্রবার দুপুরে দোকানটিতে চুরির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫