বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
রাজধানীর বংশাল থানার নিমতলী নবাব কাটারা এলাকার একটি ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হক। তিনি বলেন, আমরা খবর পেয়ে দুপুরের দিকে বংশাল থানার নিমতলী নবাবঘাট কাটারা একটি গরুর ফার্মের সামনের ফুটপাত থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই বৃদ্ধের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)