মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১


খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর শনিরআখড়ায় একটি বাসায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শিশুটির মা বিউটি বেগম জানান, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে সে বাইরে বড়ই পারতে গিয়ে বোমা সাদৃশ্য একটি বস্তু পায়। তখন আমি বসে বাসায় টিভি দেখছিলাম। আমরা সেটা দেখে বুঝতে পারিনি এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। আমার ছেলের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এখন ছেলেকে আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

কদমতলী থানার পরিদর্শক(তদন্ত) শাফায়েত হোসেন জানান, কদমতলী থানার শনিরআখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। আহত শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বোমা সাদৃশ্য কোনো বস্তু বিস্ফোরণে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিষয়টি জানতে পেরেছি ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৮ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১৫ বিকেল
মাগরিব ০৫:৫৪ সন্ধ্যা
এশা ০৭:০৮ রাত

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫