রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
ছবি সংগৃহীত
চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থা নেন। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
তারা বলেছেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী সড়কে অবস্থান নিয়েছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)