বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাই

২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৪৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী, সবুজবাগ, খিলগাঁও এবং রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইয়ের ঘটনাস্থলে প্রথমে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূলক সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের অনুরোধ করে রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার ও জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের।

মানববন্ধন থেকে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, আমরা সবসময় শঙ্কায় থাকি। যেভাবে আমাদের ব্যবসায়ীদের ওপর হুমকি জুলুম নেমে আসছে, তা আগে কখনো এভাবে ঘটতে দেখিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে নানা সময়ে নানা ছুতোয় ভ্যাট নেয় সরকার, কিন্তু নিরাপত্তা কোথায় আমাদের! আমরা চাই সরকার দ্রুত নিরাপত্তা নিশ্চিত করুক, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপরে গুলি, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের যেন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।

সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি বলেন, তিনটা মোটরসাইকেলে করে এসে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে। ভিডিও প্রচার হয়েছে। সেখানে তিনটা মোটরসাইকেলের নাম্বার প্লেট আছে। ৬/৭ জন সন্ত্রাসীর মধ্যে একজনের মুখোশ ছাড়া দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করলেই অপরাধীদের খুঁজে বের করা সম্ভব, কারা ঘটনার সঙ্গে জড়িত।

তিনি অভিযোগ করে বলেন, সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির যুগ্ম সম্পাদক ভুক্তভোগী আনোয়ার হোসেন। তিনি কিছুদিন আগে আমাকে বলেছিলেন সন্ত্রাসীরা চাঁদা চায়! কি করবো এখন। বিভিন্ন নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। কিছু টাকাও তিনি দিয়েছিলেন।

এ স্বর্ণ ব্যবসায়ী নেতা বলেন, আমার মনে হয় ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারের কাছে থেকে চাঁদা দাবি করা নাম্বারগুলো ধরে তদন্ত করলে অনেক কিছু বের হবে। কারা হুমকি দিয়েছিল, টাকা নিয়েছিল বের করা হোক।

তিনি প্রশ্ন তুলে বলেন, এই এলাকায় নিরাপত্তার স্বার্থে রাত ১১টার মধ্যে গেট বন্ধ করার কথা। অথচ কাল রাত সাড়ে ১০টার দিকে কেন গেট বন্ধ করা হয়েছিল? নিশ্চয় এখানে পূর্বপরিকল্পনার অংশ হিসেবে বাড়ির দারোয়ান জড়িত থাকতে পারে। বাড়িওয়ালাও দায় এড়াতে পারে না।

উল্লেখ্য, রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ-ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক— বলেছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রাত ১টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ছিনতাইকারী তাকে দাঁড়ানো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল। এই সময় ভুক্তভোগী ব্যবসায়ী মাগো মাগো করে চিৎকার করছিলেন। ছিনতাইকারীদের যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন ওই ভুক্তভোগী তখন পাশে দাঁড়ানো আরেকজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরো জোরে জোরে মাগো মাগো করে চিৎকার দিতে দিতে ছিনতাইকারীদের কাছ থেকে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন। রাস্তা অবরোধ করেছিলেন, তাদের অনুরোধ করে সরিয়ে দেওয়া হয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫