বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


ভূমিদস্যু ও দখলবাজ আবদুল ওহাব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১২

ছবিঃ মামুন রশীদ

ছবিঃ মামুন রশীদ

প্রবাসীর দোকান বাড়ী জোর পূর্বক দখলের অভিযোগ এক ভূমিদস্যু মামলাবাজ আবদুল ওহাব ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার সন্তানরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারী)ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সকাল ১১টায় এসব অভিযোগ করেন তারা।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসের ২৬ তারিখে। সেদিন রাতের আধারে পার্শ্ববর্তী জমির মালিক ভূমিদস্যু আবদুল ওহাব প্রবাসী আক্তার হোসেন ও তার স্ত্রী শাহিনা সুলতানার নামে ক্রয় সূত্রে মালিকানার প্রাপ্ত জমিতে লুটপাট চালায়। সেদিন তারা জমিতে স্থাপিত দোকানের টিন খুলিয়া নিয়ে যায়। ৩ লাখ টাকার মালপত্র লুট করে। সেখানে আল বারাকা নামের একটি খাবারের দোকান ছিল। সেদিন প্রবাসীর মেয়েরা পুলিশের সাহায্য চেয়ে পায়নি।

এরপর গত ২৩ ফেব্রুয়ারি ভূমিদস্যু আবদুল ওহাব প্রবাসীর সম্পত্তির ওপর আরেক দফা দখলবাজি চালিয়ে সেখানে দেয়াল নির্মাণের চেষ্টা করে। এসব করতে তারা দোকানের তালা ভাঙ্গে। এসময় প্রবাসীর সন্তানরা পুলিশের সাহায্য না পেয়ে তাদের আইনজীবীকে ডেকে নিয়ে আসে। তারা জমি উদ্ধারে দখলবাজ আবদুল ওহাবের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে। যা শুনানি জন্য তারিখ নির্ধারিত হয়েছে।

প্রবাসীর সন্তানরা তাদের পিতামাতার সম্পত্তি ফিরে পেতে সরকারের তথা প্রশাসনের হস্তক্ষেপের আশা করছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫