বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১


মধ্যরাতে মিছিল

২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:১২ মার্চ ২০২৫, ০৫:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এই সময় তারা লাকী আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন।

এ সময় জবি শিক্ষার্থীরা স্লোগান দেন—১৩-এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান, শাজবাগীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ল তে লাকী, তুই হাসিনা, তুই হাসিনা, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগীরা নিপাত যাক।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, আজকে একটা ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে লাকী আক্তারদের মাঠে নামানো হয়েছে। আমরা দেখেছি, পুলিশ প্রশাসনের ওপর তারা প্রথমে হামলা করেছে। জগন্নাথের মাটি থেকে লাকী আক্তারকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে। লাকীসহ যেসব শাহবাগীরা ২০১৩ সালে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? দেশের মানুষকে বলবো- পাড়া-মহল্লায়, গ্রামে, যেখানে শাহবাগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, ২০১৩ সালে লাকী আক্তার, ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল। আবারও তারা বাংলাদেশে ২০১৩ সালের মত নারকীয় পরিস্থিতি তৈরি করতে চাইলে আমরা আবু সাঈদ, মুগ্ধদের মত রুখে দেব।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৫ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৪:২৭ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২২ রাত

বুধবার ১২ মার্চ ২০২৫