সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) চালানো অভিযানে একাধিক নারীকে আটক করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিকে অভিযানটি চালানো হয়।
র্যাব জানিয়েছে, গুলশান-১ এলাকায় অবস্থিত আরএম সেন্টারের চতুর্থ তলায় থাকা স্পা সেন্টারটি চেক করার পর সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তারা জানতে পারে। অভিযানে গিয়ে সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।
এ সময়, সেখানে কর্মরত একাধিক নারীকে আটক করা হয় এবং স্পা সেন্টারের বিভিন্ন স্থান থেকে অসামাজিক কার্যকলাপের আলামত সংগ্রহ করা হয়। র্যাব জানিয়েছে— আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)