বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


মিরপুরে একসাথে ৬০০ মুসল্লির ইতিকাফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৫, ১৩:৩০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজানের শেষ দশদিনে ইতিকাফের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ইতিকাফে বসে থাকেন। তারই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে বাইতুল জান্নাতুল মোল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদে এবার একসাথে ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন।

ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লীরা রমজানের শুরু থেকেই রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিয়েছেন। জানা গেছে, শুরুতে ৫০০ মুসল্লির অংশগ্রহণের কথা থাকলেও, বিশেষ সিদ্ধান্তে এবার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন।

এদের মধ্যে বিশিষ্ট আলেম, সরকারি কর্মকর্তাসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও সাধারণ মুসল্লিরাও রয়েছেন। ইতিকাফে অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: একটি সুন্নত ইতিকাফ এবং অন্যটি নফল ইতিকাফ।

সুন্নত ইতিকাফে যারা রয়েছেন, তারা ১০ দিনের জন্য মসজিদে অবস্থান করবেন এবং চাঁদ দেখা পর্যন্ত মসজিদ থেকে বের হবেন। অন্যদিকে, নফল ইতিকাফে যারা রয়েছেন, তারা প্রতিদিন ব্যক্তিগত কাজ শেষ করে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করবেন।

ইতিকাফকারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সাহরি ও ইফতারসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে মুসল্লিদের সেবা করছেন। তারা খাবার রান্না, কাপড় ধোয়া, বিছানা গোছানোসহ প্রয়োজনীয় নানা কাজে মুসল্লিদের সাহায্য করছেন।

এ সম্পর্কে জানানো হয়েছে, ইতিকাফের শাব্দিক অর্থ হলো— ‘অবস্থান করা’, এবং ইতিকাফের মধ্যে নিজের সত্তাকে আল্লাহর ইবাদতের মধ্যে বন্দি করা হয়। ইতিকাফে থাকা অবস্থায় মসজিদে অবস্থান করে পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর কাছে নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়।

রমজানের শেষ দশকে, ইতিকাফ পুরুষেরা মসজিদে এবং নারীরা ঘরে নির্জন কামরায় অবস্থান করে, এর মাধ্যমে তারা আল্লাহর দয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। এই সময়কেই ‘সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া’ বলা হয়, যেখানে মহল্লাবাসী একজন ব্যক্তি ইতিকাফ করলে সকলের পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫