শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২


মায়ের হাতেই প্রাণ গেল ভাই-বোনের

জেলা সংবাদদাতা, গাজীপুর

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৫, ১৯:০১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের উপ-কমিশনার এন.এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয়তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শনিবার সকালে নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

উপ-কমিশনার বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

খুনের পেছনে কী কারণ ছিল, তা এখনো তদন্তাধীন বলে জানান উপ-পুলিশ কমিশনার।

নিহতদের পারিবার সূত্রে জানা যায়, আব্দুল বাতেন মিয়া তার পরিবার নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তান ছিল। বড় মেয়ে ওই দিন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে সালেহা বেগম মাথাব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় আব্দুল বাতেন কাজের জন্য বাইরে ছিলেন। বিকালের দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ওই দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর সরকারি হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১১:৫৮ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৫ সন্ধ্যা
এশা ০৭:৪০ রাত

শনিবার ১৯ এপ্রিল ২০২৫