শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২


গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জেলা সংবাদদাতা, গাজীপুর

প্রকাশিত:১৭ মে ২০২৫, ১৪:৪৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, ৬তলা বিশিষ্ট কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধঘণ্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করায় তাদের বমিবমি ভাব, মাথাঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যাথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশিরভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছে। তবে আক্রান্ত রোগীরা এখন আশঙ্কামুক্ত রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছ। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫২ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬:৩৮ সন্ধ্যা
এশা ০৭:৫৭ রাত

শনিবার ১৭ মে ২০২৫