মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সেনা কর্মকর্তা শাহনূর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ মে ২০২৫, ১৪:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সৈনিকদের বিক্ষোভ সমাবেশে তাৎক্ষণিক মোটিভেশনাল বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এক মিনিটের মতো বক্তব্যে পদাতিক কোরের এই কর্মকর্তা বলেন, আমি ইউনিফর্ম পরে আসছি। ইউনিফর্মের একটি সম্মান আছে। সেই সম্মান রক্ষা করার দায়িত্ব সবার। তোমরা দয়া করে এমন কোনো কাজ করো না যাতে একে অপরের সম্মান নষ্ট হয়।

বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যাতে কোনো সৈনিকের সম্মানহানি হয়। তোমরা আমার ছোট ভাইয়ের মতো। আমরা একসঙ্গে চাকরি করেছি। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটি দেখার দায়িত্ব আমাদের। এটা কেমন কথা? যে তোমরা সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়বে? গাড়ি উঠায় দেন বলবে? আমি অফিসার। তোমাদের গায়ে গাড়ি কেন উঠিয়ে দেব? এসব করো না...।

ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টিকটকসহ নানা মাধ্যমে ছড়িয়েছে। এবং তা ভাইরাল হয়েছে। দেখেছেন কয়েক লাখ দর্শক। সেখানে প্রায় সকলেই মেজর শাহনুরের এই বক্তব্যের প্রশংসা করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, এখন পযন্ত দেশে গর্ব করার মতো প্রতিষ্ঠান সেনাবাহিনী। কর্মকর্তার ইতিবাচক দৃষ্টিভঙ্গীর তারিফ করেছেন নেটিজেনরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৪০ সন্ধ্যা
এশা ০৭:৫৯ রাত

মঙ্গলবার ২০ মে ২০২৫