বৃহঃস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১


পিঠাপুলি নিয়ে ঢাকায় চলছে পৌষ মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৪, ১২:৩৪

ফাইল ছবি

ফাইল ছবি

বুড়িগঙ্গা নদীর পাশে ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে তিন দিনের পৌষ মেলা। দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি আচার ও ঘরে তৈরি খাবারও আছে এ মেলায়।

মেলা চলবে রোববার পর্যন্ত। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদ এ মেলার আয়োজন করেছে।

নতুন প্রজন্মকে বাঙালির বিলুপ্তপ্রায় শীতকালীন পিঠা-পুলির সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। ১৯৯৯ সাল থেকে শুরু হয় মেলাটি।

গতকাল মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও নাট্যজন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, পৌষ মেলাসহ যেসব উৎসব যুগ যুগ ধরে প্রচলিত ছিল, সেগুলো আমরা ভুলতে বসেছি। সেসব ফিরিয়ে আনতে হবে। আমাদের সবারই দায়িত্ব ইতিহাস বিকৃতিকে রোধ করা। পৌষ মেলা সাংস্কৃতিক আন্দোলনের একটি বড় পদক্ষেপ।

অন্য অতিথিরা তাদের বক্তব্যে চিরায়ত বাংলার ঋতুভিত্তিক উৎসব-পার্বণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশজ সংস্কৃতিকে গতিশীল রাখতে এবং নগরে বেড়ে ওঠা শিশুদের বাংলার চিরায়ত সংস্কৃতির সঙ্গে সংযোগ ঘটাতে পৌষমেলার মতো আয়োজন অব্যাহত রাখতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:০২ বিকেল
মাগরিব ০৫:৪১ সন্ধ্যা
এশা ০৬:৫৭ রাত

বৃহঃস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫