বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্র জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের কিছু শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পুলিশ জানায়, সংঘর্ষে ঢাকা কলেজের দুই জন এবং সিটি কলেজের তিনজনসহ মোট ৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই কলেজের ৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ঢাকা কলেজের দুইজনকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে সেই সূত্র ধরে একজনের শার্ট টেনে ছিঁড়ে ফেলে। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)