শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


বেতনের দাবিতে বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর সচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৩:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিষ্ঠানটির শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকাসহ চারপাশের সড়কে যানবাহনের চাপ তৈরি হয়, তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী-চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে আউটগোয়িং-এ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। এখনো তারা বিক্ষোভ করছে, তবে সড়কের বাইরে।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান  বলেন, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে অবরোধের কারণে মহাখালী-উত্তরামুখী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টা নাগাদ পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে গার্মেন্টসের সামনে গিয়ে অবস্থান নেন শ্রমিকরা। এখন যানচলাচল স্বাভাবিক, তবে অবরোধের কারণে চাপ রয়ে গেছে সড়কে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫