বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাই করতে যাওয়ার পথে ৩ ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি সামুরাই ও ১টি ড্যাগার নামক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে রায়েরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন— মিরাজ হোসেন, সেলিম, শায়োন মিয়া।
খান আসিফ তপু জানান, মঙ্গলবার রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে আমাদের অভিযাণিক দল বিশেষ অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টার সময় ৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে আমরা হাতেনাতে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি সামুরাই ও ১টি ড্যাগার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তারা ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে আমাদের কাছে স্বীকার করে। আসামিরা আরও জানায় যে, তারা চাপাতি, সামুরাই, ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা মোহাম্মদপুর থানায় প্রেরণ করেছি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)