বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২


ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীরা, থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ আগষ্ট ২০২৫, ১৬:৫৪

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।

এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে বেলা ১১টায় শাহবাগ দখল করে প্রকৌশলের শিক্ষার্থীরা। সেখান থেকে দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে ১০জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৫ সন্ধ্যা
এশা ০৭:৪০ রাত

বৃহঃস্পতিবার ২৮ আগস্ট ২০২৫