সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২


ডিবি পরিচয়ে ডাকাতি, চাকরিচ্যুত কনস্টেবলসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩১ আগষ্ট ২০২৫, ১২:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গত শনিবার (৩০ আগস্ট) মিরপুর ও বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৩১ আগস্ট) র‌্যাব-৩ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ধামরাইয়ের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬), ভোলার লালমোহনের মো. আব্দুল মান্নান (৩২), ঢাকার দোহার জয়পাড়ার মো. শাহিদুর রহমান (৪১), সিলেটের শিবগঞ্জ সেনপাড়ার মো. আব্দুল্লাহ (৪৪), গাজীপুরের কালিগঞ্জ মুক্তারপুরের মো. নয়ন মিয়া (৪০) এবং গাজীপুরের বাউপাড়ার মো. রুবেল (৪৩)।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের বাংগলা এলাকার মো. সাইদুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানের ৪৫ লাখ ৩০ হাজার টাকা ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার জন্য দোকানের লকারে রাখেন। দুপুর ১টা ১০ মিনিটের দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে দোকানে প্রবেশ করে ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে লকার থেকে টাকা নিয়ে যায়। এ সময় পালানোর সময় তাদের হাতে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। ঘটনার পরদিন পল্টন থানায় মামলা হয়।

মামলার তদন্তে নেমে র‌্যাব-৩ এর একটি দল গত ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মামলার অন্যতম সন্দেহভাজন ধামরাইয়ের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুলকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন মিরপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২১ ভোর
যোহর ১২:৫৯ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬.২১ সন্ধ্যা
এশা ০৭:৩৬ রাত

সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫