বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে সড়ক অবরোধ উঠিয়ে নেওয়ায় বুধবার দুপুর পৌনে ৪টা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১১টার পর সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের দাবি ছিল— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিক ও গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)