বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১


সবুজবাগে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৭

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারের নাম মো. দেলোয়ার হোসেন। গতকাল শুক্রবার রাতে সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে এক মাদক কারবারি সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজা কেনা-বেচায় ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দেলোয়ার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৩ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৩:৩৯ বিকেল
মাগরিব ০৫:১৮ সন্ধ্যা
এশা ০৬:৩৬ রাত

বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪