বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২


‎কুড়িলের সড়ক অবরোধের জ্যাম বিজয় সরণি-আগারগাঁও ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‎রাজধানীর কুড়িল এলাকায় বেতন বকেয়ার দাবিতে কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। কুড়িলে অবরোধ করা সড়কের যানজট প্রায় ২৫ কিলোমিটার এলাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুড়িল এলাকায় আন্দোলনের পর এমন যানজট দেখা দিয়েছে।

‎সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে যানজট প্রায় পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে। কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা,বনানী,গুলশান,শেওড়াপাড়া হয়ে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে ফার্মগেট এলাকা ও আগারগাঁও পর্যন্ত তীব্র যানজটে যানবাহন থমকে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ ঘণ্টা যাবৎ একই জায়গায় যানবাহন দাঁড়িয়ে আছে।

এদিকে এয়োরপোর্ট থেকে রামপুরা হয়ে গুলিস্তান অভিমুখে যাওয়ার সড়কে কোনো গণপরিবহন না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই সড়কের পাশাপাশি, বিমানবন্দর হয়ে বনানী, মহাখালী ও বিজয় সরণি যাওয়ার রাস্তায় গণপরিবহন না থাকায় যাত্রীরা সড়কে দাঁড়িয়ে আছেন। কোনো কোনো সড়কে যাত্রীদের ভিড় করে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ তাদের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শ্যাওড়া (জোয়ার সাহারা) এলাকায় সড়ক থেকে অবরোধকারী পোশাক কর্মীদের পুলিশ টিয়ার শেল ব্যবহার করে সরিয়ে দিয়েছে। বর্তমানে উত্তরা-ঢাকা রোডে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কুড়িল-রামপুরা রুটের উভয় দিকে আন্দোলনকারীরা এখনও রাস্তা বন্ধ করে রেখেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:২৩ বিকেল
মাগরিব ০৬.১০ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

বৃহঃস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫