শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


বনানীতে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৬

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানী থেকে মহাখালী রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকেরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।

জানা গেছে, বনানী সোসাইটির ভেতরে থাকা সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হয় না। বিষয়টি নিয়ে আজ আন্দোলনে নামেন চালকরা। এর মধ্যে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সড়কে বসে যান। ফলে রাজধানীর বনানী, গুলশান ও মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, বনানী-১১ নম্বর সড়ক অবরোধ করেছিলেন অটোরিকশা চালকেরা। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তাদের অনুরোধ জানানো হয়েছে, ফলে তারা সড়ক ছেড়ে চলে গেছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ জানায়, তারা বনানীর ভেতরে থাকা সড়কগুলোতে যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা চলাচল তেমন করতে দেন না। কারণ তাদের জন্যই প্রায় সময় যানজট লাগে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই আন্দোলনকারীদের পেছনে রিকশার মালিকরা ইন্ধন দিচ্ছেন বলে ধারণা পুলিশের।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪