শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১


বংশালে জুতার কারখানায় শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৫

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে জুতার ফ্যাক্টরিতে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন— তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭)

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম জানান, আমরা সবাই জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় গ্যাস জমে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে করে আমাদের দুইজন সহকর্মী দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে, তবে দগ্ধের পরিমাণ এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিদ্দিক বাজারে জুতার কারখানায় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৬ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬:৫২ সন্ধ্যা
এশা ০৮:১৪ রাত

শনিবার ২৭ জুলাই ২০২৪