বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আজিমপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৪ মে) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আনিতা কদমতলীর ৫৭০ নং মীর মঞ্জিল ঋষিপাড়া পূর্ব জুরাইনের মৃত আবুল কালাম আজাদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সংবাদ পেয়ে আজ সকালের দিকে পাঁচতলা ভবনের তৃতীয়তলায় রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, আনিতা আজিমপুরের একটি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে লেখাপড়া করত। ১০/১২ দিন আগে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুতে সে অনেকটা শোকে কাতর হয়ে গিয়েছিল বলে জানতে পারি। শোক সইতে না পেরে ওই ছাত্রী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)