বৃহঃস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১
গত ২০ মার্চ সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেনের মৃত্যুতে যথোপযুক্ত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার পরিবার।
সোমবার (৬ মে) ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের স্ত্রী রাবিনা ইসলাম।
সংবাদ সম্মেলনে রাবিনা ইসলাম বলেন, গত ১৯ মার্চ রাত দেড়টায় আমার স্বামী ও তার বন্ধু ৩০০ ফিট রোডের শেখ হাসিনা চত্বরে দুর্ঘটনার শিকার হন। আসামি আতিকুর রহমান বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে (ঢাকা মেট্রো গ-৩২-৭১২৬) এসে মোটরসাইকেলকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর আমার স্বামী ও বন্ধু গুরুতর আহত হলেও আতিকুর রহমান তাদের কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা না করে সেখান থেকে চলে যান।
এরপর পুলিশ খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এর পরদিন ২০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যান।
তিনি বলেন, এরপর অভিযুক্ত আতিকের বিরুদ্ধে মামলা দায়ের করি। আমার স্বামী ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বিধবা শাশুড়ি ও দেবর ননদ রয়েছে যারা আমার স্বামীর ওপর নির্ভরশীল। এ অবস্থায় আমরা গোটা পরিবারের সদস্য আমার স্বামীর অবর্তমানে এক প্রকার অসহায় ও দিশেহারা জীবন যাপন করছি।
অভিযুক্ত আসামি আরাফ আতিক একজন প্রভাবশালী লোকের সন্তান, গাড়ি চালানোর বৈধ লাইসেন্স না থাকার পরও সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি আমার অসহায়ত্বের কথা আসামির অভিভাবকদের কাছে জানালে তারা হাসপাতালে চিকিৎসার খরচ ও মৃত্যুর পর দাফন কাফন করার খরচ বহনের কথা বলে একটি কাগজে স্বাক্ষর নেয় এবং ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু আমার স্বামীর দাফন হয়ে যাওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো অর্থ না দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার ও প্রতিশ্রুত ক্ষতিপূরণের টাকা চাই।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)