মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরুর করে স্টেশন ছাড়ার আগেই কমলাপুরে লাইনচ্যুত হয়েছে আন্তঃনগর একতা এক্সপ্রেস। এতে কমলাপুর থেকে ৫টি প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে এই ঘটনা ঘটে।
কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, স্টার্ট দিয়ে যাত্রা শুরুর পরপরই কমলাপুর ইয়ার্ডেই লাইনচ্যুত হয় ট্রেনটি। ফলে স্টেশনের ৫টি প্লাটফর্ম ব্লক হয়ে গেছে। ফলে এই ৫টি প্ল্যাটফর্মে বাইরে থেকে এসে কোনো ট্রেন ভিড়তেও পারবে না, আবার যে ট্রেনগুলো এই ৫টি প্ল্যাটফর্মে ছাড়ার অপেক্ষায় ছিল; সেগুলো ছাড়তেও পারবে না। এতে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। যাত্রী দুর্ভোগ ভয়াবহ হবে বলে জানা গেছে।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬ নম্বর সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় পাঁচটি কন্টেইনার লাইনচ্যুত হয়। এ সময় কন্টেইনারগুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)