বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহিত
অবসরপ্রাপ্ত রেলওয়েমেন্স কল্যাণ পরিষদের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দকে সভাপতি, খবির উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক, মনিরুল হক পাঠানকে সাংগঠনিক সম্পাদক, অজয় সমদ্দরকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় রেলওয়ের সাবেক মহাপরিচালক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, মোঃ আজিম, মোঃ কামাল উদ্দিন আহমেদ, মোঃ মিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মোঃ আমান উল্লাহ আকন্দ, মোঃ মনিরুজ্জামান, মোঃ জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাউদ্দিন খাঁন, শ্রী নিপেন্দ্র চন্দ্র সাহা, আইন বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল হক, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম নজরুল ইসলাম, জনাব এ বাতেন, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান, মোঃ শহিদ উদ্দিন কামাল, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আজিজুন্নাহার, নার্গিস পারভীন, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, মোঃ আবুল হাসেম, তাজ মোহাম্মদ, মোঃ রোকন উদ্দিন, আব্দুল বাকী মন্ডল, মোঃ সোহরাব আলী, মোঃ আব্দুস ছালাম, ইব্রাহীম মৃধা ও আমিনুল হক।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)