শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


দোকান বরাদ্দের মাধ্যমে পুর্নবাসন চায় ফুলবাড়িয়া মার্কেটের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২৪, ১৯:২৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

দুই যুগ আগে বেহাত হওয়া দোকান বরাদ্দের মাধ্যমে পুর্নবাসন চেয়েছেন ফুলবাড়িয়া আদর্শ মার্কেটের ব্যবসায়ীরা।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সৈয়দ মুহাম্মদ সাইদ তাদের দাবি তুলে ধরে বলেন, ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকাদার কল্যাণ সমবায় সমিতি লি. এর ক্ষতিগ্রস্ত দোকাদারদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দোকান বরাদ্ধ পাওয়ার মাধ্যমে পুর্নবাসন চাই।

তিনি আরও বলেন, ১৯৯৫ সনের ২৭ নভেম্বর (বঙ্গবাজারসহ) আমাদের আদর্শ মার্কেট আগুন লেগে পুড়ে যায়। মার্কেট পুনঃনির্মান করে ব্যবসা শুরু করি। ২০০০ সালের ২০ মার্চ আওয়ামী গুন্ডা বাহিনী সন্ত্রাসী মহড়া দিয়ে মার্কেট ছাড়ার হুমকি দিয়ে যায়। ২০০০ সালের ২০ মে মেয়র মো. হানিফ সাহেবকে স্বারকলিপি দেই। ২২ মে সিটি করপোরেশনের ছত্রছায়ায় আমাদের আদর্শ মার্কেট দখল করে নেয়।

এই ব্যবসায়ী নেতা বলেন, আমাদের দোকানে রক্ষিত মালামাল আত্মসাৎ করে। দখল/উচ্ছেদের এগিনেষ্টে দেওয়ানী আদালতে ১১৫নং এষ্টেটাস কো এন্ট্রি মোকদ্দমার জয় লাভ করে মার্কেটের দখল বুঝে পাই নাই। বিবাদীগণ ও সিটি করপোরেশন হাইকোর্টে আপিল করে মহামান্য হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। মোকদ্দমা নং ৫৯৩৩। ১০/০৩/২০০১ইং তারিখে আমাদের দোকানের মালামাল আত্মসাৎ, লুটপাট করে নিয়েছে। সেই মর্মে ওসি রমনা আমাদের পক্ষে প্রতিবেদন দিয়েছেন। ২০১৪ সালে অদৃশ্য কারণবসত সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সুপ্রিম কোর্টে আমাদেরকে হারিয়ে দেয় কোর্ট নং (৩) তিন।

তিনি আরও বলেন, ২০০১ সালের ২৬ মার্চ মেয়র মো. হানিফ সাহেবের কাছে দোকান বরাদ্ধ চাই। মেয়র সাঈদ খোকন সাহেবের কাছেও আবেদন করেছিলাম। ০৯/০৯/২০১৮ তারিখে মেয়র ফজলে নূর তাপস সাহেবের কাছে পুর্নবাসনের মাধ্যমে দোকান বরাদ্ধ চেয়েছিলাম। ১১/০৯/২০১৮ তারিখে প্রধানমন্ত্রীর কাছে পূর্ণবাসন চেয়ে আবেদন করেছিলাম। সিটি করপোরেশনের বিভিন্ন মেয়রগণ আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আওয়ামী নেতাকর্মীদের নামে-বে নামে আত্মীয়-স্বজনের নামে-বে নামে দোকান বরাদ্ধ দিয়েছে।

সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন, আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দোকানদার হিসেবে দোকান বরাদ্ধ পাওয়ার হকদার। আমাদেরকে সিটি করপোরেশনের যেকোনো মার্কেটের ফ্লোর বরাদ্দ দিলে/পাইলে, ধার্য্যকৃত নির্মাণ ব্যায় পরিশোধ করব।

এ সময় তিনি জানান, এর আগে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন, সংবাদ সম্মেলন শেষে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেওয়ার কথা জানান।

স্বারকলিপি দেওয়ার পরেও যদি কাজ না হয়, তাহলে ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেবেন বলে জানান।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪