শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


মধ্যরাতে গুলশানে ডাকাতির চেষ্টা, আটক ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই রফিক। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে এটি ডাকাতির ঘটনা কি না, তা যাচাই বাছাই চলছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত একটার দিকে হঠাৎ অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত মুখ বেঁধে ফেলে ডাকাতির চেষ্টা চালান। খবর পেয়ে সেখানে ছুটে যায় যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

গুলশান থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক হওয়া ডাকাত সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪