বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত গাড়ি চালকরা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেন।
এসময় গাড়ি চালকদের পক্ষে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. আরিফ হোসেন একদফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেমন- নির্বাচন, উপ-নির্বাচন, মোবাইল কোর্ট, প্রটোকল, অভিযান পরিচালনাসহ বিভিন্ন ধরনের প্রান্তিক দুর্যোগে কাজ করছি। বিশেষ করে করোনা মহামারির সময়েও নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের স্থায়ী সরকারি গাড়ি চালকদের মতো কোনো সরকারি সুযোগ-সুবিধা পাই না। আমাদের কোনো ওভার টাইম নেই। শুধু নামমাত্র মজুরির ভিত্তিতে আমরা কাজ করছি। বর্তমান বাজারদর অনুযায়ী এই মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সমাজে বসবাস করার সুযোগ নেই।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে অনেকেই প্রায় তিন বছর ধরে কোনোরকম বেতন-ভাতা পাচ্ছে না। আমরা প্রশাসন ক্যাডারে গুরুত্বপূর্ণ পদের সহযোগী হিসেবে থেকেও সব সরকারের কাছেই অবহেলিত। আমরা কথায়-কথায় চাকরিচ্যুত হওয়ার হুমকি পাই।
ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. সাইদ কাওছার বলেন, দীর্ঘদিন ধরে নামমাত্র মজুরিতে আমরা কাজ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। চাকরি অনিশ্চিত জেনেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। সবসময় পরিবার-পরিজনের ভবিষ্যৎ ভাবনাতে দুশ্চিন্তায় সময় কাটাতে হয়। সেজন্য আমাদের চাকরি দৈনিক মজুরিখাত থেতে রাজস্বখাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মো. আলাউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক আবু তালহাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার ডিসি ও ইউএনও অফিসের গাড়ি চালকরা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)