রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের ক্ষমতায়ন ও সমতার প্রতি একাত্মতা প্রকাশ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা (বিজি ৩৮৮) ফ্লাইটটি নারীদের মাধ্যমে পরিচালিত হয়। যার মাধ্যমে নারীর দক্ষতা ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
বিশেষ এই ফ্লাইটের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। তাদের সঙ্গে কেবিন ক্রু হিসেবে ছিলেন আরও পাঁচজন নারী। বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এ ফ্লাইটটি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে আরও বিশেষ করে তুলেছে।
এবারের উদ্যোগের বিশেষ দিক ছিল— কেবল ককপিট ও কেবিন ক্রু-ই নয়, বরং পুরো ফ্লাইট পরিচালনার প্রতিটি ধাপে নারীরা নেতৃত্ব দিয়েছেন। প্যাসেঞ্জার চেকিং, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিংসহ প্রতিটি কার্যক্রম নারীদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের দক্ষতার স্বীকৃতি দিতে আমরা এ বছরও বিশেষ ফ্লাইট পরিচালনা করেছি। এ ধরনের উদ্যোগ নারীদের আরো অনুপ্রাণিত করবে এবং কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে সহায়তা করবে।
নারীদের প্রতি শ্রদ্ধা ও সমতার বার্তা পৌঁছে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিবছরই বিশেষ আয়োজন করে থাকে। এবারের নারী দিবসের বিশেষ ফ্লাইটও সেই ধারাবাহিকতার অংশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)