সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় পুলিশের এক এসআইসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ।
মেট্রোরেলের সচিবালয় স্টেশনে দায়িত্বে থাকা টিএমওর সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবহির্ভূত আচরণের কারণে এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক অফিস আদেশে।
উক্ত অফিস আদেশে বলা হয়, এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদ খানকে গত ১৬ মার্চ বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে ইনচার্জ হিসেবে দ্বিতীয় পালায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করা হয়। ওইদিন তিনি দায়িত্ব পালনকালে অনুমান বিকাল ৫টায় মেট্রোরেলের দায়িত্বে থাকা টিএমওর সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবহির্ভূত আচরণ করায় জনসম্মুখে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ এমআরটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
এতে আরও বলা হয়, এ সঙ্ক্রান্তে এসআই মো. মাসুদ খানকে পিআরবি রুলস-৮৮০ বিধি মোতাবেক গত ১৬ মার্চ অপরাহ্ণ হতে বাংলাদেশ পুলিশ বিভাগের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এমআরটি পুলিশ লাইনে সংযুক্ত থেকে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)