শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১


এক ট্রেনেই ঢাকায় এলো দেড় হাজারের বেশি মানুষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ এপ্রিল ২০২৫, ১১:০৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্ধের শেষ দিন আজ। আগামীকাল রোববার থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান হবে কর্মমুখর। শেষ মুহূর্তের ছুটি কাটিয়ে আজ রাজধানীতে ফিরছে লাখ লাখ মানুষ। এমনি পরিস্থিতিতে দেড় থেকে দুই হাজার মানুষ নিয়ে ঢাকায় আসছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো।

শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস। যদিও ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে।

এদিকে নরসিংদী কমিউটার-১ ট্রেনটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছায় সকাল ১০টায়। যদিও সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থাকার কথা ছিল ট্রেনটির।

একতা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে থামার সঙ্গে সঙ্গে ছাদে যেসব মানুষ ছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ট্রেন থেকে নেমেছেন। ট্রেনের ভেতরে দেখা গেছে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এসেছেন। আর আসন তো ভর্তিই ছিল। সাধারণত ট্রেনটিতে ১২৩০-১২৫৪ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। কিন্তু ট্রেনের যাত্রীরা মনে করছেন, ট্রেনটিতে আজ দেড় থেকে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন।

নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, আজ ট্রেন ভর্তি করে মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের মধ্যে হাঁটাচলা করার মতো ন্যূনতম জায়গা ছিল না।

পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, পঞ্চগড় থেকে ট্রেনের লোকসংখ্যা ছিল প্রচুর। পরের প্রতিটি স্টেশনেই গাদাগাদি করে ট্রেনে লোক উঠেছে। পথে স্টেশনগুলোতে নির্ধারিত সময় থেকেও ৫-৭ মিনিট বেশি বিরতি দিয়েছে। ট্রেনের ভেতর যেন শ্বাস নেওয়ার জায়গা ছিল না।

আরেক যাত্রী বলেন, এই ট্রেনে কমপক্ষে ১৫০০ থেকে ২ হাজার মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের ভেতর ওয়াশরুমে যাওয়ার মতো জায়গা ছিল না আজ। ট্রেনের ছাদেও মানুষ ছিল।

নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রী সিয়াম আহমেদ বলেন, এমনিতেই এই ট্রেনে কোচ সংখ্যা কম। তারপরও প্রচুর মানুষ এসেছে আজ। ট্রেনের ভেতর প্রচুর মানুষ ছিল, হাঁটাচলা করার মত জায়গা নেই। প্রতিটি স্টেশন থেকেই অনেক মানুষ উঠেছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, যতগুলো ট্রেনে স্টেশনে থেমেছে প্রত্যেকটা ট্রেন থেকে হাজার হাজার মানুষ প্লাটফর্মে নেমেছেন। এছাড়া আরো লোকজন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নেমেছেন।

বাংলাদেশ রেলওয়ে তথ্য বলছে, সারাদিনে ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন ও ২৫টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন আসে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ৪:২৯ বিকেল
মাগরিব ৬:১৯ সন্ধ্যা
এশা ৭:৩৪ রাত

শনিবার ৫ এপ্রিল ২০২৫