বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


যান্ত্রিক ত্রুটিতে আবারও বিড়ম্বনায় মেট্রোরেলের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০০

মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেল। ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল চলাচলে সমস্যা দেখা দিয়েছে। আগারগাঁও স্টেশনে এজন্য যাত্রী নিয়ে আটকে ছিল মেট্রোরেল। দশ মিনিটেরও বেশি সময় আটকে থাকার পর আবার ফার্মগেটে এসে কিছু সময় আটকে থাকে মেট্রোরেল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এমন ঘটনা ঘটেছে। মেট্রোরেলে আটকে পড়া যাত্রী নাজমুস সাকিব একথা জানিয়েছেন।

নাজমুস সাকিব জানান, হঠাৎ করে আগারগাঁও স্টেশনে এসে মেট্রোরেল আটকে যায়। বারবার মাইকে বলা হয় যান্ত্রিক ত্রুটির জন্য বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, দুপুর ১টা ২২ মিনিটে আগারগাঁও থেকে ট্রেনটি ছাড়ার পর বিজয় স্মরণী পার হওয়ার পর ফার্মগেটে এসে আটকে থাকে। এখানেও কয়েক মিনিট আটকে থাকার পর ১টা ২৮ মিনিটে ট্রেনটি পরের স্টেশনের দিকে চলতে শুরু করে।

কিছুদিন আগেও হঠাৎ মেট্রোরেলের যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছিল। মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণে দুই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪