শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। সড়ক হচ্ছে, সেতু হচ্ছে। যোগাযোগের উন্নতি হতে হবে, থেমে থাকা যাবে না। নৌ যোগাযোগেও অনেক আধুনিকতা আসবে, বিশ্বের সব জায়গায় এটা আছে। তাই হতাশ হওয়ার কিছু নেই।
সোমবার (২ ডিসেম্বর) বরিশাল মেরিন একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এ দেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়, তাই আমরা আশা করি ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।
দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা দুবাই সরকারের সঙ্গে কথা বলেছি। অ্যাম্বাসেডরও জানিয়েছেন তিনি কাজ করছেন। ফলে অচিরেই এর সমাধান হবে।
বরিশালে জলাবদ্ধতার বিষয়ে বলেন, বরিশালে আমার জন্মস্থান ও বাড়ি। বাড়ির সামান্য অংশ এখনো রয়েছে। এই বরিশালে এলে আমার খুব ভালো লাগতো একসময়। কিন্তু এখন দেখি সব বন্ধ করে ড্রেন বানানো হয়েছে। ড্রেনের ভেতর ময়লা। এই শহরটাতে প্রচুর ময়লা। আপনারা একটি ক্যাম্পেইন করুন যাতে আমাদের উপদেষ্টারা এদিকে নজর দেন। খালগুলো কচুরিপানায় ভরা দেখলাম। জেলা প্রশাসককে বলেছি। সিটি কর্পোরেশনে এখন যিনি আছেন তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বললে দু-একদিনের মধ্যে উদ্যোগ নেওয়া যাবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)