শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
ছবি সংগ্রহীত
দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটের নৌ-পথের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এই দুই নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা কার্যালয়েল ডিজিএম নাসির হোসেন।
এসময় তিনি জানান, ঘন কুয়াশর কারণে নৌ-পথ অস্পষ্ট হয়ে যাওয়ায় গতরাত ১টার দিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ১৫টি ফেরি ও আরিচা কাজিরহাট নৌরুটে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আসা করছি দুপুরের মধ্যেই ঘাট এলাকা ফাঁকা হয়ে যাবে। পারের জন্য যানবাহনের চালকদের অপেক্ষা করতে হবে না।
#সোনিয়া
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)