বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


৮ তরুণ-তরুণীকে কাজী ডেকে বিয়ে

সিলেটে বেড়াতে যাওয়া ১২ তরুণ-তরুণীকে আটক

সিলেট ব্যুরো

প্রকাশিত:২০ জানুয়ারী ২০২৫, ১২:২৪

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটে বেড়াতে যাওয়া ৮ তরুণ-তরুণীকে ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের একটি রিসোর্টে বেড়াতে যাওয়া ৮ তরুণ-তরুণীকে ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এ সময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগও করা হয়।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এ ঘটনা ঘটে। বিকেলে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গত ৫-৬ মাস ধরে এটি আরও বেড়েছে। এই পার্কে বেশ কয়েকটি বিশ্রাম কক্ষ রয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ১২ জন ছেলে-মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ করতে থাকে। খবর পেয়ে, দুপুরে স্থানীয় লোকজন এসে পার্কে হানা দিয়ে ওদের কক্ষের ভেতরেই আটক করেন। আটক ছেলে-মেয়েদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। পরে এলাকার মুরুব্বিরা আটক তরুণ-তরুণীদের অভিভাবকদের খবর দেন এবং কাজী নিয়ে আসেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী বলেন, “এলাকাবাসী ছেলে-মেয়েদের আটক করেন। তারপর আমাকে খবর দিয়ে নেওয়া হয়। তখন এলাকাবাসীর উপস্থিতিতে চার ছেলে ও চার মেয়ের বিয়ে দেওয়া হয়। তিনটি বিয়ের দেনমোহর ১০ লাখ; আরেকটির দেনমোহর ১২ লাখ টাকা।”

কাজী আরও বলেন, “এসব ছেলে-মেয়ে সিলেটের বিশ্বনাথ, মোগালাবাজার, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার এলাকার বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। বিয়ের সময় কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।”

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখানে ১২ জন তরুণ-তরুণী ছিলেন। তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয়। পরে এলাকার মুরব্বীরা তাদের অভিভাবকদের খবর দেন।”

ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষকদল সিলেট জেলার সদস্যসচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জন ছেলেমেয়েকে আটক করেছিল এলাকাবাসী। এর মধ্যে আটজনের বিয়ে এবং বাকিদের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।”

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫