সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১


নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

নাটোর থেকে

প্রকাশিত:২০ জানুয়ারী ২০২৫, ১৩:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯জানুয়ারি) রাতে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দেয়। এ সময় চোরের দল পালিয়ে যায়। পরে চোরের দলটি রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া- রামশারকাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজকৃত পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করেন। এ সময় চোরেরা পালিয়ে গেলেও আব্দুল মান্নানকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তারা মান্নানকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ওই ইউপি সদস্য অসুস্থ অবস্থায় আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। রাতে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। তার মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি মো. মোস্তাফিজুর বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ নাটোর হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:০১ বিকেল
মাগরিব ০৫:৪০ সন্ধ্যা
এশা ০৬:৫৬ রাত

সোমবার ২০ জানুয়ারী ২০২৫