রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১


আ.লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টে ছাই মিশিয়েছে

দিনাজপুর থেকে

প্রকাশিত:২৫ জানুয়ারী ২০২৫, ১৬:৪৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে। বাংলাদেশ থেকে তারা ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যখনই তারা (আওয়ামী লীগ) অন্যায় করেছে আমরা প্রতিবাদ করেছি। আমাদেরকে মিটিং-মিছিল করার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা যখনই মিছিল করতাম তখনই বুঝতাম আমাদের কেউ গ্রেপ্তার হবে, কেউ মারা যাবে, কেউ গুম হতে পারে, কিংবা গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে দিতে পারে। কিন্তু আমরা শুধু আল্লাহকে পরোয়া করেছি, এসবকে পরোয়া করিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম। যেখানেই খরা, দুর্ভিক্ষ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এসেছে মজলুম সংগঠন হিসেবে সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই-বোনদের কাছে পৌঁছে গেছি। পুরো সাড়ে ১৫ বছর ধরে আমরা এভাবেই তিলে তিলে সাহায্য করেছি। ওরা (আওয়ামী লীগ) আমাদের সহ্য করতে পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের হুমকি-ধামকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে কিন্তু ওরা কিছু করে না। আমরা ভালোবেসে সহানুভূতি নিয়ে জনগণের কাছে যাব সেটাও সহ্য করেনি। আমরা বলেছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদেরকে গ্রেপ্তার করে করুক আমরা পরোয়া করি না। এই ধরনের আচরণ পুরোটা সময়জুড়ে করেছে। কিন্তু আমরা দমে যাইনি।

কর্মী স‌ম্মেল‌নে জেলা জামায়া‌তের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়া‌তে ইসলামীর কে‌ন্দ্রীয় সহকা‌রী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল আবদুল হা‌লিম, কে‌ন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল, কে‌ন্দ্রীয় মজ‌লি‌সে শুরার সদস্য দে‌লোয়ার হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:১১ দুপুর
আছর ০৪:০৫ বিকেল
মাগরিব ০৫:৪৪ সন্ধ্যা
এশা ০৬:৫৯ রাত

রবিবার ২৬ জানুয়ারী ২০২৫