সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১


দিঘির পাড়ে মিলল হাত-পায়ের বিচ্ছিন্ন অংশ

বরিশাল থেকে

প্রকাশিত:২৬ জানুয়ারী ২০২৫, ১৯:৪৯

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল নগরীর কাশিপুরের দিঘির পাড় থেকে এক ব্যক্তির হাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে—কাউকে হত্যার পর দেহাবশেষ বিভিন্ন এলাকায় ফেলা হয়েছে। তারই কিছু অংশ পাওয়া গেছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিপুর উত্তর ইছাকাঠি হাতেম মীরের দিঘির পাড় থেকে মানুষের শরীরের এই অংশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার

তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে হাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে। এই সূত্র ধরে আমরা বিভিন্ন স্থানে মরদেহের সন্ধান করছি। নিশ্চিতভাবেই ধারণা করা যায়, হত্যার পর শরীরের অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

তিনি জানান, আমাদের থানায় কয়েক দিনে কোনো নিখোঁজের ডায়েরিও হয়নি। যে কারণে মনে হচ্ছে, অন্য এলাকায় হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। একরাত আগে ঘটনাটি ঘটতে পারে।

ওসি বলেন, ঘটনা উদঘাটনে আমরা চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য বেড় করা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ১০টার দিকে দীঘির পাড় দিয়ে যাচ্ছিলেন ১০ বছরের শিশু নিরব সিকদার। সে বিচ্ছিন্ন হাত ও পায়ের অংশ দেখে ভয় পেয়ে চিৎকার-চেচামেচি করে আশপাশের লোক জড়ো করে। উপস্থিত লোকজন থানায় খবর দেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২২ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:০৬ বিকেল
মাগরিব ০৫:৪৫ সন্ধ্যা
এশা ০৭:০০ রাত

সোমবার ২৭ জানুয়ারী ২০২৫