বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১


লটকন বাগান থেকে গাঁজা উদ্ধার

নরসিংদী থেকে

প্রকাশিত:৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি এসএম কামরুজ্জামানের নির্দেশনায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফারের নেতৃত্বে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার মনির হোসেনের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্লাস্টিকের বস্তায় মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, ৯৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১২ বিকেল
মাগরিব ০৫:৫১ সন্ধ্যা
এশা ০৭:০৫ রাত

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫