বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

নরসিংদী থেকে

প্রকাশিত:১১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:১৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর পৌনে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ আরও অনেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতী ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যেটা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, জনদুর্ভোগের কথা মাথায় রেখে আজকের মতো অবরোধটি তুলে নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫