শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১


তেলের নিয়ে কারসাজি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:১৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানান অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার চট্টগ্রাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে গরুর মাংসের দোকানসহ নিত্যপণ্য সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলে বোতলের ওপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্ন মানের পণ্যের ওপর নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ পাইকার বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব মনে করছেন অনেকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১২ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০০ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫