বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


ঝালকাঠিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

ঝালকাঠি থেকে

প্রকাশিত:২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তার পবিত্রতা রক্ষায় ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের আমতলা রোডের কায়েদ মহলে বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী।

বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন - ঝালকাঠি নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট এ কে এম নাসিমুল ইসলাম, সাংবাদিক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা প্রমুখ।

আলোচনা শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি চৌমাথায় এসে শেষ হয়।

আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান বলেন, আমরা যদি আন্তরিক বা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ধর্ম ও দেশ রক্ষা করতে পারবো না। দেশের স্বাধীনতা রক্ষায় আমরা রমজানকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারি। সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষকে যন্ত্রণা দেওয়া হয়। বাজার দরের মূল্য বৃদ্ধি করে গরিবদের অসহায় করে তোলা হয়। এসব বিষয়ে অন্তবর্তীকালীন সরকার যেমন সচেতন থাকবেন, তেমনি প্রশাসনও আন্তরিক হবেন বলে আশা করছি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫