বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


লক্ষ্মীপুরে চলছে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল

লক্ষ্মীপুর থেকে

প্রকাশিত:২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে জেলা বিএনপির উদ্যোগে আউটার স্টেডিয়াম মাঠে চলছে এক বিশাল সমাবেশ। অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশ স্থালে মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে এ সমাবেশ শুরু হয়েছে।

এ সমাবেশে যোগ দিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমানের সঞ্চরনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শাহীন, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি-হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

উল্লেখ্য: নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবিতে, দ্রত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপির এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫