বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১


সাজেক ভ্যালি

সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, পুড়ে গেছে ৭০টি রিসোর্ট

রাঙামাটি থেকে

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) আগুনে সাজেকের ৬০-৭০টি রিসোর্ট পুড়ে গেছে বলে জানা গেছে।

জানা যায়, দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে দুইটি ইউনিট এবং দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে। তবে ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখনো কতটা পুড়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আনুমানিক ৬০-৭০টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫